যখন যা ইচ্ছে হতো
লিখতো মনের মতো
বালক মনে ভয় ছিল না
মোটেই ফোটাছিটে।
দুরন্ত সেই ছেলেটির
নাম বলতো খুকু?
খুকু বলে খুব সহজে
চুরুলিয়ার দুখু!
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এএ
কাজী নজরুল ইসলাম
বড্ড ডানপিটে
পারতো যদি কাঁধে নিতো
পুরো বাড়ি ভিটে।
সহজে বাধা যেত না
কোনো শাসন গিঁটে।
যখন যা ইচ্ছে হতো
লিখতো মনের মতো
বালক মনে ভয় ছিল না
মোটেই ফোটাছিটে।
দুরন্ত সেই ছেলেটির
নাম বলতো খুকু?
খুকু বলে খুব সহজে
চুরুলিয়ার দুখু!
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এএ