ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুরা পশুদের মত আচরণ করছে!

মিন্টু লাল মণ্ডল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১
শিশুরা পশুদের মত আচরণ করছে!

অধিকাংশ ব্রিটিশই মনে করেন, শিশুরা সহিংস এবং তারা পশুদের মত আচরণ করে। শিশুদের একটি দাতব্য সংস্থা বার্নাডোসে’র এক জরিপে এ তথ্য জানা গেছে।



ওই দাতব্য সংস্থাটি জানায়, গবেষণায় দেখা গেছে অধিকাংশ শিশুরা ভালো ব্যবহার করলেও সমাজ শিশুদের  প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে। ওই গবেষণায় দুই হাজারেরও বেশি লোককে প্রশ্ন করা হয়।

তাদের মধ্যে ৪৪ভাগ লোক জানান, তরুণরা পোষ মানছেন না।   বার্নাডোসের প্রধান নির্বাহী, অ্যান মেরি ক্যারি জানান, এটা খুবই ‘হতাশাজনক’ যে অনেকেই সন্তান নিতে চান না।

গবেষণায় দেখা গেছে, ৪৯ শতাংশ লোক একমত হয়েছেন যে, শিশুরা পশুদের মত আচরণ করে।   প্রায় ৪৭ শতাংশ লোক মনে করেন তরুণরা রাগী, সহিংস এবং খারাপ ব্যবহার করেন। প্রতি চারজনে একজন মনে করেন, যারা খারাপ ব্যবহার করে তারা দশ বছর বয়সের মধ্যেই সাহায্যহীন হয়ে পড়ে।  

৩৬ শতাংশ লোক মনে করেন যেসব শিশুরা বিপদে পড়ে তাদের সাহায্যের দরকার। ৩৮ শতাংশ লোক এ বিষয়ে দ্বিমত পোষণ করেন।

সংস্থাটি জানায়, যেসব তরুণরা কারাভোগ করেন তারা অনেক কঠিন পটভূমি থাকে। সুতরাং, বিপদ এড়াতে হলে সমাজকে প্রথমেই তার সমস্যা সমাধান করতে হবে।

বার্নাডোসের স্বেচ্ছাসেবক প্রকল্প কর্মকর্তা এবং এই গবেষণা কর্মের পরিচালক নাতাশা ক্রিপস মনে করেন, তরুণরা পোষ মানছেন না, এই ধরনের শব্দ ব্যবহার তাদের জন্য খুবই অবমাননা কর। তিনি বিবিসি রেডিও ফাইভকে বলেন, ‘তরুণরা পোষ মানছেন না-অর্থ হলো বশ মানছে না বলেই আমি তাদের ছেড়ে দিয়েছি। ’

 তিনি আরও বলেন, আপনি কখনই শিশুদের ছেড়ে দিতে পারেননা। নাতাশা বলেন, ‘অনেক তরুণরা ভালো কাজও করেন কিন্তু আমরা এমন এক সমাজে বাস করি যে, তাদের ভালো কাজ আমরা প্রচার করিনা। আসলে তাদের বলির পাঁঠা বানানো খুবই সহজ। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।