ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

জোনাক-ঝিঁঝির খেলা | আবু আফজাল সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, মে ১৪, ২০১৯
জোনাক-ঝিঁঝির খেলা | আবু আফজাল সালেহ প্রতীকী ছবি

জোনাক ডাকে ঝিঁঝি পোকার
আলোর পিদিম জ্বেলে
হুতুমপেঁচা উড়াল দিলো
পাখাগুলো মেলে।

ঝি ঝি রি রি ডাকতে থাকে
নির্জন বাগান দূরে
জোনাকিরা সব দেয় ছড়িয়ে
আলো ডাকের সুরে।
ঝোপের বাগান ভরে ওঠে
আলো সুরের ভেলায়
রাত পেরিয়ে ভোর হয়ে যায়
পোকা-পাখির খেলায়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।