ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জানা-অজানা

আমরা দিনে ‘তারা’ দেখতে পাই না কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
আমরা দিনে ‘তারা’ দেখতে পাই না কেন? রাতের আকাশে তারকারাজি

রাতের আকাশে আমরা মিট মিটি করে জ্বলা তারা দেখতে পাই। মহাকাশে এই তারার সংখ্য কোটি কোটি। অথচ দিনের আলোয় আমরা এসব তারা দেখতে পাই না। কিন্তু কেন?

দিনে সূর্যের প্রখর আলোর কারণেই মূলত আমরা তারা দেখতে পাই না। আবার আকাশ পরিষ্কার না থাকলেও তারা দেখা যায় না।

বায়মণ্ডলের ধূলিকণা, গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্প সূর্যের রশ্মিকে চারদিকে বিক্ষিপ্ত করে দেয়। এজন্যই সমগ্র বায়ুমণ্ডলকে উজ্জ্বল দেখায়। সূর্যের আলোর তুলনায় বহু দূরের ওই তারা থেকে আসা আলো অত্যন্ত ক্ষীণ।  

দিনে ওই ক্ষীণ আলো কোনোভাবে আমাদের চোখে প্রভাব বিস্তার করতে পারে না। এজন্য আমরা তারা দেখতে পাই না।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।