ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

সবুজ টিয়া | জুলফিকার আলী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, আগস্ট ৩০, ২০১৯
সবুজ টিয়া | জুলফিকার আলী টিয়া যুগল/ছবি: বাংলানিউজ

ঝাঁকে ঝাঁকে ওড়ে পাখি
ঠোঁটে ধানশীষ নিয়ে,
সবুজ রঙের সবুজ পাখি
নামটি সবুজ টিয়ে।

বড়শির মতো বাঁকানো ঠোঁট
রংটিও রক্ত লাল,
চোখ দুটো তার হলদে সাদা
লেজ লম্বা সুচাল।

এই পাখিটি বন-বাদাড়ে
গাছের কোটরে থাকে,
ঘুরে ঘুরে ফলমূল খায়
উচ্চৈঃস্বরে ডাকে।

শেখালে সে বলে কথা
মানুষের ভাষাতে,
পায়ের আঙুলে হাতের কাজ
নিপুণতা তাতে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।