ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুষ্টু ছেলের দল | আজিম হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
দুষ্টু ছেলের দল | আজিম হোসেন

খুব কুয়াশায় ভাপা পিঠা
একটু গরম একটু মিঠা,
গায়ে শীতের চাদর দিয়ে
এদিক-সেদিন না তাকিয়ে

চলরে খেতে চল
দুষ্টু ছেলের দল।
 
মায়ের হাতের পিঠা-পুলি
খেতে তাইতো দু’হাত তুলি,
শুকনো পাতায় আগুন জ্বেলে
দলবেঁধে চল সব ছেলে।


নিটল মনের বল
দুষ্টু ছেলের দল।
 
হাড়ি পাতা খেঁজুর গাছে
রসের মধর স্বাদ আছে
এক নিমিষেই জিভে আসে জল
গাছে ওঠার পাই যে অসীম বল।
ভয় কাটিয়ে চল
দুষ্টু ছেলের দল।
 
লাল টুকটুক বরই ডালে
পুকুর-নদী-ডোবা-খালে,
যখন-তখন যেথায়-সেথায়
মন ছুটলে খুঁজে কি আর পায়!
চলরে ছুটে চল
দুষ্টু ছেলের দল।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।