ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

অদ্ভুত রোমাঞ্চকর ছিল এক-একটা ঈদ

আবুল হায়াত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
অদ্ভুত রোমাঞ্চকর ছিল এক-একটা ঈদ

কৈশোরের ঈদ ছিল খুব আনন্দের। মায়ের হাতের পায়েসে মিষ্টিমুখ করে, বাবার হাত ধরে ঈদগায় যেতাম।

গায়ে থাকতো নতুন পাঞ্জাবি। অদ্ভুত রোমাঞ্চকর ছিল এক একটা ঈদ। তখনকার দিনে ঈদের সেলামি বলে কিছু ছিল না। বন্ধুদের সাথে বাড়ি বাড়ি গিয়ে পায়েস খাওয়াতেই ছিল আসল আনন্দ। এখন চেষ্টা করি আমার সন্তানদের সাথে ঈদে সময় কাটাবার। প্রতি ঈদে বিকেলবেলায় ওরা আমার বাসায় চলে আসে। নাতি-নাতনিদের সাথে আড্ডায় কেটে যায় এখনকার ঈদ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।