ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হেমন্তের গান | জুলফিকার আলী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
হেমন্তের গান | জুলফিকার আলী

হেমন্ত এলো গাঁয়ে গাঁয়ে-
শিশির ভেজা ঘাসে
শিউলি,ছাতিম ফুলের গন্ধে
মন আনন্দে হাসে।

মাঠে মাঠে আমন ধান
বাতাসে খায় দোলা
ধান পেকেছে,ধান পেকেছে
ভরবে কৃষাণ গোলা!

সেই খুশিতে মাঠে মাঠে
ফসল কাটায় ধুম,
হালকা শীতের হিম বাতাসে
চোখেতে নামে ঘুম!

ঢেঁকিতে পাড় দেয় কৃষাণী
ঢাপুর ঢুপুর তালে,
ঘরে ঘরে নবান্ন হয়
নতুন ধানের চালে।

সন্ধ্যাক্ষণে চতুর্পাশে
কুয়াশার ধূম্রজাল,
বাউল গানের আসর জমে
এলেই হেমন্তকাল!

জোছনা রাতে ছেলে-ছোকড়া
লুকোচুরি খেলে
অপরূপ এ দৃশ্য দেখবে
পাড়াগাঁয়ে গেলে।

হেমন্ত এলো হেমন্ত এলো
নরম রোদের ছোঁয়া
প্রকৃতিতে খুশির আবেশ
হৈম মায়েরই দোয়া!

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।