ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বিএনপির গণসমাবেশের সমর্থনে আইনজীবীদের মিছিল সুপ্রিম কোর্ট-কদম ফোয়ারা এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ঢাকা: রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে সুপ্রিম কোর্ট-কদম ফোয়ারা এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে হাইকোর্ট মাজার গেইট, শিক্ষাভবন মোড়,কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিল গেটে এসে মিছিল শেষ হয়।

মিছিল শেষে মহাসচিব কায়সার কামাল বলেন, গত তিনমাস আগে সারাদেশের ১০ বিভাগে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তার অংশ হিসেবে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ হবে। আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো না। এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাজপথে নেমে এসেছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য।

মিছিলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলালসহ বিএনপিপন্থি আইনজীবীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।