ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধারের মামলায় আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
সোয়া কোটি টাকার ইয়াবা উদ্ধারের মামলায় আসামির জামিন স্থগিত ফাইল ছবি

ঢাকা: প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধারের মামলায় কক্সবাজারের উখিয়ার মো. রাসেল মিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের মামলায় হাইকোর্ট গত ১৩ ডিসেম্বর আসামি রাসেল মিয়াকে অন্তবর্তী জামিন দেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আজ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।

জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে আরাকান সড়কে একটি টমটম থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় টমটমসহ কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকার সালামত উল্লার ছেলে মো. রাসেল মিয়াকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মো. মাহমুদুল হাসান রামু থানায় মামলা করেন।

এ মামলায় চলতি বছরের ২৬ অক্টোবর কক্সবাজার জজ কোর্ট তার জামিন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন। গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ইএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।