ঢাকা: চিকিৎসাসেবায় রোগীদের ফি ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার মো. আব্দুছ ছাত্তার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আব্দুছ ছাত্তার মিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য জানান।
মঙ্গলবার দুপুরে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম।
জানা যায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
গত ১৯ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করে দুদক।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
কেআই/এমজেএফ