ঢাকা: দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার সময় জাপানি নারী নাকানো এরিকোকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আদালতের নির্দেশ অমান্য করে দুই সন্তানকে নিয়ে পালানোর চেষ্টায় এ ঘটনায় ফের আদালতের শরনাপন্ন হবেন বাবা ইমরান শরীফ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে দুই সন্তানসহ ওই নারীকে ফিরিয়ে দেয় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জাপানি নাগরিক নাকানো এরিকো রাত সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে জাপান যাওয়ার চেষ্টা করেন। আদালতের নির্দেশনা রয়েছে, বিচারাধীন থাকা অবস্থায় দুই মেয়েকে নিয়ে দেশের বাইরে যাওয়া যাবে না। যে কারণে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দুই মেয়ের বাবা ইমরান শরীফ বলেন, আমি ঊর্ধ্বতন একজনের মাধ্যমে বিষয়টি জানতে পারি আমার মেয়েদের জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে তাদেরকে এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসি। এখন এক মেয়ে আমার সঙ্গে অপর মেয়ে মায়ের সঙ্গে আছে।
আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি আপিল বিভাগে উঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
পিএম/এসএ