ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির বিশেষ গুরুত্বারোপ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির বিশেষ গুরুত্বারোপ  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ঢাকা: সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য জেলা ও দায়রা জজদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে এমন নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

অভিভাষণে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের সকল বিচারকদের দিকনির্দেশনা দেন।

এছাড়া প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তি কীভাবে করা যায় সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরে বিচারপ্রার্থী মানুষদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সকলকে যথাযথভাবে বিচারকাজ পরিচালনা করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ১২ জন বিচারক বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।