ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
কিশোরগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অস্ত্র মামলায় মো. মাসুদ মিয়া নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

 

এসময় আসামি মো. মাসুদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর এলাকার আসাদ মিয়ার ছেলে।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারি দিনগত রাতে বাজিতপুর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে থেকে একটি দেশি শ্যুটার গান জব্দ করা হয়। পরে তার নামে অস্ত্র আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে মাসুদ মিয়ার নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে এ রায় দেন বিচারক।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম বাংলানিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।