ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা: কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত।  

মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর গ্রামের শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

আইনজীবী প্রদীপ কুমার দত্ত বলেন, ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি সুমন তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এর আগে বিভিন্ন সময় তিনি তার স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করছিলেন। পরিবার যৌতুক না দিতে পারায় ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ খাটের ওপর ফেলে রাখেন সুমন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেন। আদালত প্রায় ১১ বছর পর মামলার রায় দেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।