ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

ঝিনাইদহে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ঝিনাইদহে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।  

দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীনের বাড়ি মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শিশুকন্যাকে নিয়ে জয়নাল আবেদীনের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন এক নারী। বিয়ের পর স্বামী ও মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তিনি। ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন ওই নারী। বাড়িতে ফিরে দেখেন, তার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করছেন জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওই দিনই জয়নাল আবেদীনের নামে মহেশপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর তার নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।