ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে আইনজীবী সমিতির নেতৃত্বে আওয়ামীপন্থিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ময়মনসিংহে আইনজীবী সমিতির নেতৃত্বে আওয়ামীপন্থিরা

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি প‍্যানেলের প্রার্থীরা নয়টি পদে জয় লাভ করেছেন।  

স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয় লাভ করেছেন।

 

সোমবার (৩০ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।  

এর রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।  

এতে সমিতির মোট ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটার গোপন ব‍্যালটে ভোট দেন।

এরপর উৎসবমুখর পরিবেশে রাতভর চলে ভোট গগণা।  

ফলাফলে জানা যায়, সভাপতি পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা অ‍্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট।  

একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থি প‍্যানেলে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ‍্যাডভোকেট আবুল কালাম। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা অ‍্যাডভোকেট মঞ্জুরুল হক বাচ্চু পেয়েছেন ৩৮৩ ভোট।  

তবে মোট ১৫টি পদের মধ‍্যে সহ-সভাপতি ও অডিটর পদসহ ছয়টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থি প‍্যানেলের প্রার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।