ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইল আইনজীবী সমিতির নতুন সভাপতি হিরু-সম্পাদক আসাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
নড়াইল আইনজীবী সমিতির নতুন সভাপতি হিরু-সম্পাদক আসাদ

নড়াইল: নড়াইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৩) সভাপতি পদে বাংলাদেশ জাসদের অ্যাডভোকেট এএফএম হেমায়েত উল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাড. শেখ তোয়েব আলী আসাদ নির্বাচিত হয়েছেন।
 
মঙ্গলবার (৩১ জানুযারি) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


 
নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপিপন্থী আইনজীবী ৬টি, আওয়ামী লীগ ৩টি, বাংলাদেশ জাসদ ১টি এবং জাতীয় পার্টি (জাপা) ১টি পদে জয়লাভ করেন।
 
ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পর্ষদের রিটার্নিং কর্মকর্তা ও আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. মো. ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
 
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে অ্যাড. মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইস্রাফিল খবির রাজু, গ্রন্থাগার সম্পাদক অ্যাড. মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. লাভলি আকতার নির্বাচিত হয়েছেন।
 
এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন বি এম মতিউর রহমান, দ্বিতীয় টুটুল সিকদার, তৃতীয় জাহিদুল ইসলাম প্রিন্স, চতুর্থ খন্দকার অলিউল মাসুদ কোটন এবং পঞ্চম হয়েছেন রওশন আরা বেগম।
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।