ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী সমিতির নির্বাচন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে আওয়ামীপন্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছে।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিন গত রাত আড়াইটার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ। বুধবার সকালে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন নব নির্বাচিন সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন।  

বিজয়ী আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- সভাপতি কায়সার আহমেদ লিটন, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, সহকারী গ্রন্থাগার সম্পাদক ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা, এ কে এম হাসান ফারুক রুমী ও রেজাউল বারি রন্টু।  

বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আলীমুল হক, সহ সাধারণ সম্পাদক কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরীক্ষক মাওলানা মুফতি মো. শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মীর রুহুল আমিন বাবু ও আমান উল্লাহ মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।