ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

যুবদল সাধারণ সম্পাদক মুন্না রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
যুবদল সাধারণ সম্পাদক মুন্না রিমান্ডে

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান যুবদল সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খানসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মুন্নার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বুধবার বিকেলে শাহজাহানপুরে মুন্নার বাসভবনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এরপর গত ৭ ডিসেম্বর বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad