ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

টিন আত্মসাতের অভিযোগ: হাফিজ ইব্রাহিমের মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
টিন আত্মসাতের অভিযোগ: হাফিজ ইব্রাহিমের মামলা স্থগিত হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

একইসঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।

২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ-কন্টিনজেন্ট ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার করে।

ওইদিনই বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুজনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা দায়ের করেন।

দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে অধ্যক্ষ এস এম গজনবী, চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মো. হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে নিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে ২০১৩ সালের ১ অক্টোবর হাইকোর্ট মামলাটির হাফিজ ইব্রাহিমের অংশ কেন বাতিল হবে না মর্মে রুলনিশি জারি ও কার্যক্রম স্থগিত করেন।

সেই রুলের শুনানি শেষে ২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট সেই রুল খারিজ করে দেন। এর বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন হাফিজ ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।