ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে মামলার প্রতিবেদন ১১ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে মামলার প্রতিবেদন ১১ এপ্রিল

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (১০ মার্চ) এ মামলার এজাহার আদালতে আসে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম সেই এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।  

শনিবার (১১ মার্চ) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৯ মার্চ পুলিশ বাদী হয়ে এই মামলা করে। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করে। এছাড়া গত ৮ মার্চ এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর একটি মামলা করেছিল।

এদিকে বংশাল থানা সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনের গ্যাস সংযোগ, নকশাসহ কী কী গাফিলতি রয়েছে। এ বিস্ফোরণে ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কিনা? মূলত এসব অবহেলাজনিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।