ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ঝিনাইদহ: যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা মামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, যৌতুক না পেয়ে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম তার স্ত্রী ববিতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ববিতার মা সালেহা বাদী হয়ে পরদিন শৈলকুপা থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে, ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিমকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়। আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।