ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গোল্ডেন মনিরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
গোল্ডেন মনিরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন গোল্ডেন মনির

ঢাকা: ঢাকার বাড্ডা থেকে বিপুল অর্থ, অস্ত্র ও মাকদসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন ’ মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আবেদনটির শুনানি ২৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

গত ৫ এপ্রিল হাইকোর্টে জামিন পান মনির। পরে সে জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২০ সালের ২০ নভেম্বর শেষ রাত থেকে ২১ নভেম্বর বেলা সোয়া ১১টা পর্যন্ত তার মেরুল বাড্ডার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি নয় লাখ টাকাসহ তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মনির যেভাবে হয়ে ওঠেন ‘গোল্ডেন মনির’

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।