ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

কলেজছাত্রীকে গলাটিপে হত্যা, আদালতে প্রেমিকের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
কলেজছাত্রীকে গলাটিপে হত্যা,  আদালতে  প্রেমিকের স্বীকারোক্তি

ঢাকা: প্রেমিক সৈকত সরকারের বাসায় গিয়েছিলেন কলেজছাত্রী আফসানা আক্তার শিফা।  

আফসানা-সৈকত দুজন ভিন্ন ধর্মের ছিলেন।

তাই ধর্মান্তরিত হওয়া নিয়ে জন্য কে অপরকে জোরাজুরি করেন।  

এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ বাঁধে। শুরু বাগবিতণ্ডা। এরপর হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সৈকত আফসানাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন।  

রাজধানীর সূত্রাপুরে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার শিফাকে এভাবেই খুন করেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন সৈকত।

রোববার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক ফিরোজ আলী আসামি সৈকতকে আদালতে হাজির করেন। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সিএমএম আদালতে সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার এসব তথ্য জানান।

শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে সূত্রাপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর সৈকতের মা পুলিশকে খবর দেন ও একমাত্র ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।  

পরে আফসানার বাবা ফজলুর রহমান রোববার সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
কেআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।