ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

বিএনপি নেতা দুলুকে কারাগারে রাখার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
বিএনপি নেতা দুলুকে কারাগারে রাখার আবেদন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১২ জনকে বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।  

বাড্ডা থানার একটি মামলায় দুলুকে কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ।

আর বাকিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বিকেল তিনটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।  

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।