ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে একটি মাদক মামলায় তিন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১২ নভেম্বর) বিকেলে নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।

 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার মৃত মওলা বক্সের মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জ জেলার নিজড়া সরদারপাড়ার মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

রায় ঘোষণার সময় শাহিদা বেগম ও ফাতেমা বেগম আদালতে উপস্থিত থাকলেও পেয়ারা বেগম পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহিদাকে এবং ২৫ বোতল করে ফেনসিডিলসহ ফাতেমা ও পেয়ারা বেগমকে আটক করে লোহাগড়া থানা পুলিশ।
 
ওই ঘটনায় থানার সেই সময়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বাংলানিউজকে জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।