ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

পিটার হাসকে হুমকি: মামলার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
পিটার হাসকে হুমকি: মামলার আবেদন খারিজ

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।  

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।

মামলাটি নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় এ আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট আইনজীবীর বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে সকালে একই আদালতে মামলার আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশের জন্য রাখেন।  

মামলায় ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুলকে আসামি করার আবেদন করা হয়। তারা সবাই চাম্বল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য।  

মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/৩০৭/৩৪ ধারায় হত্যার হুমকি ও মানহানির অভিযোগ আনা হয়।  

আবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন, যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।  

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

মামলায় দৈনিক প্রথম আলো, মানবজমিন, সমকাল ও কালবেলার চট্টগ্রাম অফিসের প্রতিনিধিসহ পাঁচজনকে সাক্ষী করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।