ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ 

ঢাকা: প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরপরই মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।

পরে বাড়তি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল ঘেরাও করেন। লালবাগ জোনের উপ-কমিশনার জাফর হোসেনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি। ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।  

তিনি বলেন, আমি আপনাদের সঙ্গেই কথা বলছিলাম। আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটানো হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে।  

তিনি আরও বলেন, এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারতেন। ২০১৩-১৪ সালে যেভাবে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি। আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো ভয়ই বিচারকাজ বাধাগ্রস্ত করতে পারবে না।

এর আগে প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানির তারিখ পিছিয়ে ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত। সোমবার (২০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের শুনানির এ দিন ধার্য করেন।  

দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এজলাসে বসেন বিচারক। এ সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা ৪০ মিনিটে বিচারক শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন। এর প্রায় ২০ মিনিট পর একই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে।  

গত ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সেদিনই আদালত শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।  

বাংলাদেশ সময়: ১৪৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।