ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নওগাঁ: নওগাঁয় মাদক মামলায় রাইহান মণ্ডল নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত রাইহান মণ্ডল পত্নীতলা  উপজেলার অষ্টমাত্রাই গ্রামের আব্দুর রউফ কবিরাজের ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (পিপি) মোজাহার আলী।  

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। এরপর দীর্ঘ শুনানি শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এর মধ্য নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক ব্যবসায়ী এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।