ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাকের আগাম জামিন

ঢাকা: গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় করা ছয় মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ৬০ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল সাংবাদিকদের বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় তিনটি, নবাবগঞ্জ থানায় একটি ও গুলশান থানায় করা দুই মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় আজ ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।