ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান

ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম, নতুন সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে  স্থাপিত যাদুঘর পরিদর্শন করেন এবং শোকবইয়ে মন্তব্যসহ সই করেন।

২৭ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নতুন চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাইকোর্ট বিভাগে ফেরত গেছেন। অপরদিকে নতুন সদস্য করা হয়েছে পিআরএলে থাকা ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ইএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।