ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন বিষয়ে রায় ৫ জুন 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৩০, ২০২৪
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন বিষয়ে রায় ৫ জুন 

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের কথা থাকলেও মামলা জটিলতায় স্থগিত রয়েছে এখানের নির্বাচন। তবে আগামী ৫ জুন মৌলভীবাজার উপজেলা নির্বাচন বিষয়ে রায় দেবেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) আদালতে এ বিষয়ে দীর্ঘ শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

এর আগে ১৯ মে রাতে মৌলভীবাজার সদর উপজেলায় সব পদে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ প্রতিপালন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।  

এর আগের সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন সাতদিনের জন্য স্থিতাবস্থা জারি করেন সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গেল ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় সদর উপজেলায় সব পদে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ৩০, ২০২৪
বিবিবি/এএটি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।