ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নরসিংদীতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২, ২০২৪
নরসিংদীতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন 

নরসিংদী: নরসিংদীর পলাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আলাদতের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের সঙ্গে পলাশের তারগাঁও গ্রামে অবস্থিত একটি অফিসের বাবুর্চি রিতা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। ২০২২ সালের ৭ অক্টোবর অফিসের একটি কক্ষে রিতার সঙ্গে ছিলেন জাহাঙ্গীর। এসময় রিতা বিয়ের জন্য চাপ দিলে পেটে ছুরিকাঘাত করে  রিতাকে হত্যা করে পালিয়ে যান জাহাঙ্গীর। এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে জাহাঙ্গীরের নামে হত্যা মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।  

মামলাটি তদন্ত করে জাহাঙ্গীরের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মাত্র সাতদিন আগে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযোগ গঠনের মাত্র সাতদিনের মাথায় এ রায় দিলেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, অভিযোগ গঠন থেকে রায় পর্যন্ত মাত্র সাত কার্যদিবস লেগেছে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।