ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীসহ সাবেক সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
স্ত্রীসহ সাবেক সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা  সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

ঢাকা: পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুদকের আবেদনের মঙ্গলবার (০১ অক্টোবর) পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যজন হলেন বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাকারিয়া।  

শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

দুদকের পক্ষে দুটি আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

শুনানি শেষে পৃথক আদেশে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।