ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা

ঢাকা: আইন কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

 

এছাড়া সদস্য পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড.নাঈমা হককে নিয়োগ দেওয়া হয়েছে।  

চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম  খায়রুল হক।  

বিচারপতি জিনাত আরা ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান। তিনি ছিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি।

জিনাত আরা বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে তিনি স্থায়ী হন। এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি নিয়োগ পেয়েছিলেন

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
ইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।