খুলনা: খুলনায় মাদক মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
রায়ে একইসঙ্গে আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরের চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমআরএম/আরএইচ