ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অসুস্থ, তাই আদালত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
অসুস্থ, তাই আদালত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী

ঢাকা: রাজধানীর পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে আদালত থেকেই মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।  

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।

সন্ধ্যার পর কোর্ট হাজত থেকে তিনি ছাড়া পেয়ে বাসায় চলে যান।  

জামিন পাওয়া মামলার মধ্যে পল্টন থানার দুটি হত্যা মামলা, আর খিলগাঁও থানার চারটির দুটি হত্যা মামলা আর দুটি হত্যাচেষ্টা মামলা।

আরও পড়ুন: সাবের হোসেন চৌধুরী অসুস্থ, সব মামলায় জামিন

দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলের এক কর্মী নিহত হন। এ হত্যা মামলায় গতকাল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

তবে জিজ্ঞাসাবাদের সময়ে অসুস্থবোধ করলে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন আবেদন করে।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।