ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মানহানির ২ মামলায় তারেক রহমানকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মানহানির ২ মামলায় তারেক রহমানকে অব্যাহতি তারেক রহমান (ফাইল ছবি)

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের নামে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা থেকেও অবমুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে এদিন সংশ্লিষ্ট আদালত আসামির পক্ষে রিকল দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। দুটি মামলাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। এরপর ২০১৫ সালে একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের নামে।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।