ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গণপিটুনির শিকার সাবেক সেই পিপি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গণপিটুনির শিকার সাবেক সেই পিপি কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানির দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি।  

এর আগে রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা  স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।