ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধায় বড় ভাই শহিদুল ইসলামকে (৩৮) হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরিফ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়ার আব্দুস ছাত্তার মণ্ডলের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, বড় ভাই শহিদুল ইসলামকে হত্যার ঘটনায় ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় দীর্ঘ শুনানি ও আসামির বাবা-মাসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।  

মামলার এজাহারের বরাত দিয়ে নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে আরিফ বিল্লাহর সঙ্গে তার মা হামিদা বেগমের তর্ক হয়। এসময় আরিফ বিল্লাহ একটি রাইস কুকারে লাথি দিলে সেটি ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাই আরিফ বিল্লার কাছে রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে আরিফ বিল্লাহ একটি কাঠ দিয়ে শহিদুলকে বেদম মারধর করেন।

পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর ১৯ সেপ্টেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহিদুলের।

এ ঘটনায় শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে এ রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।