ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, নভেম্বর ২০, ২০২৪
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জামালপুর: জামালপুরের মেলান্দহে শিশু ধর্ষণ মামলায় শহীদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার আট বছর পর বুধবার (২০ নভেম্বর) সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহীদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় সাত বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণ করেন শহীদ। এ ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেন আদালত। দীর্ঘ আট বছর আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।