নড়াইল: নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা ছোড়া ও খুন করার উদ্দেশে সমাবেশে আগতদের মারধর করার অভিযোগে সদর থানায় করা মামলার ৩ নম্বর আসামি সুবাস চন্দ্র বোস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশে বোমা বর্ষণ ও গুলি চালান স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।
গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন চাইলে আদালত তাকে জামিন না দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন। সে আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার জামিন না মঞ্জুরের খবরে আদালত চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কড়া পুলিশি নিরাপত্তায় দুপুর ২টার দিকে সুবাস বোসকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআই