ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আইন ও আদালত

পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোনয়নে ফের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোনয়নে ফের মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

ঢাকা: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া, জ্যোতির্ময় বড়ুয়া ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ,ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২০২০ সালের ১০ মার্চ তারিখে প্রকাশিত পরিবারকল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদকারীদের লিখিত পরীক্ষা ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি নেওয়া হয়। ১১ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ১৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে মনোনয়ন বাতিল করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে য় আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর বৈধতা চ্যালেঞ্জ কয়েকজন প্রার্থী হাইকোর্টে রিট করেন। চলতি বছরের জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ইএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।