ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। সেই রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।