ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টে আরও একটি হেল্প লাইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
সুপ্রিম কোর্টে আরও একটি হেল্প লাইন সুপ্রিম কোর্ট

ঢাকা: তিন মাসের মাথায় এসে বিচার প্রার্থীদের আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল করতে আরও একটি হেল্প লাইন নাম্বার চালু করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশ সুপ্রিম কোর্ট হেল্প লাইন সেবা চালু করা হয়। সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সহায়তা করার জন্য হেল্প লাইন নম্বরটি চালু করা হয়।

সেবাগ্রহীতা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ - নম্বরে একই সঙ্গে সরাসরি ফোন কল অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফোন কল করা যাবে।

এ নম্বরের সঙ্গে রোববার থেকে নতুন আরেকটি নম্বর যুক্ত করা হয়েছে। নতুন নম্বর হচ্ছে +৮৮ ০১৭৯৫৩৭৩৬৮০।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়,  হেল্প লাইনে ১ জানুয়ারি পর্যন্ত গত তিন মাসে সারা দেশ থেকে আগত আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট এক হাজার তিনটি ফোন কল গ্রহণ করা হয়েছে।  

এর মধ্যে আইনি পরামর্শ সেবা নিতে ৬০৪টি ফোন কল আসে। বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল আসে ৩৪৪টি। এসব ফোন কলের সবগুলোর তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।  

 বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত মোট ৫৫টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ আসে ২২টি। সব অভিযোগ সম্পর্কিত সেবাসমূহ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।
 
এছাড়া বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। এর মধ্যে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তিনটি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আসে। ওই অভিযোগ সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।