ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা

ঢাকা: ২০২১ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দেওয়া হয়েছে।

ওই আন্দোলনের সময় নিহত আসাদুল্লাহ রাতিনের (১৭) বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলে পর আখতার হোসেন সাংবাদিকদের জানান, ২০২১ সালে দেশের সমস্ত মানুষ ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন। সেই সময়টায় নিরস্ত্র মানুষগুলোর ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল।

সেই সময়টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মতো মামলা দায়ের করে প্রায় ৭ হাজার মানুষকে আসামি করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদিরসহ ১৬ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।