পঞ্চগড়: নিয়োগবাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। এসব দাবিতে আদালত ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। এদিকে দুপুর আড়াইটার পর বিক্ষোভকারীরা আদালতের প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা জানান, পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখনও আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগবাণিজ্য করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারা।
বক্তারা বলেন, সন্ধ্যার মধ্যে অভিযুক্ত বিচারকদের অপসারণ না করলে কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান রেখে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসএএইচ