ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

আইন ও আদালত

কারাগারে বসেই নিজের 'মৃত্যু'র কথা শুনেন সাবেক বিচারপতি মানিক  

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
কারাগারে বসেই নিজের 'মৃত্যু'র কথা শুনেন সাবেক বিচারপতি মানিক   ফাইল ফটো

ঢাকা: হঠাৎ করেই গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। সেই গুজবের কথা কারাগারে থেকেই জানতে পারেন তিনি।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) একটি মামলায় রিমান্ড শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন বিচারপতি মানিক।  

এদিন রাজধানীর বাড্ডা থানায় ভ্যানচালক হাফিজুল সিকদার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বিচারপতি মানিকসহ শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

শুনানি শেষে সিএমএম আদালতের এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে একজন সাংবাদিক বিচারপতি মানিককে তার মৃত্যুর বিষয়ে সংবাদ ছড়িয়ে পড়ার কথা জানান। এ বিষয়ে শুনেছেন কিনা, জানতে চাইলে তিনি সম্মতি সূচক জবাব দেন।  

স্যোসাল মিডিয়ায় সংবাদ ছিয়ে পড়ার পর গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সংবাদটি গুজব। তিনি সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।