ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

আইন ও আদালত

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা: সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ এসব হিসাবে তিন কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ জারি করেন।  

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আবেদনে বলা হয়, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। এসব মামলার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে তিন কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে।  

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। আবেদনে এমনটিও জানায় দুদক।

এদিন দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে কারাগারে আছেন কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।